সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ।
শারজাতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। শুরুটা ভালোই করেছিল টাইগ্রেসরা। সাথী রানী ও মুর্শিদা খাতুনের দ্রুত রান করার প্রয়াস চোখে পড়ে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। দলীয় ২৬ রানে ফিরেছেন মুর্শিদা। এতে শেষ হয় তার ১২ রানের ইনিংস।
দলের পক্ষে সোবহানা মোস্তারী তিন নম্বরে নেমে থিতু হয়ে ব্যাট করার চেষ্টা করেন। বাউন্ডারির দেখা কম পেলেও প্রতি বলে রান করার চেষ্টা ছিল সোবহানার। মাত্র দুই চারে ৩৬ (৩৮) রানে শেষ হয় সোবহানার ইনিংস। তবে সোবহানা ফেরার আগেই সাথী ও তাজ নেহার ফিরে যান।
সাথীর ব্যাটে আসে ২৯ (৩২) রান। তাজের ব্যাটে কোনো রান আসেনি। দুজনে পরপর দুই ওভারে বিদায় নিয়েছেন। রান তোলার ক্ষেত্রে বাংলাদেশের তাগিদ কম চোখে পড়েছে। ব্যাটে চেষ্টা করলেও, বাউন্ডারি আদায় করতে বেশ কমই সক্ষম হয়েছেন ব্যাটাররা।
পরের ব্যাটারদের মধ্যে আর তেমন কেউ রান তুলতে পারেননি। নিগার সুলতানা জ্যোতি শেষ ওভারের পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ১৮ (১৮) রানে। ফাহিমা খাতুন অপরাজিত ছিলেন ১০ (৫) রানে।
এম এইচ//