স্থল অভিযানের প্রথম দিনেই লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হাতে ব্যাপক নাস্তানাবুদ মধ্যপ্রাচ্যে নিজেদের ‘অজেয় শক্তি’ দাবি করা ইসরাইল বাহিনী। হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে তাদের কয়েক দফা সংঘর্ষে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর তিনটি ট্যাঙ্কও গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।
বুধবার প্রকাশিত ফরাসি সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের তিনটি ট্যাঙ্ক গুঁড়িয়ে দিয়েছে। ট্যাংকগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হওয়ার সময় হামলা চালিয়ে তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দেয় প্রতিরোধ যোদ্ধারা।
ইরান-সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা রকেটসহ তিনটি মারাকোভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এসব ট্যাংক মারুন আল-রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। এলাকাটিতে সকাল থেকেই ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ চলছিলো।
এর আগে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একদিনে আট সেনা হারিয়েছে ইসরায়েল। ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে অন্তত আট সেনা নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে দুজন ক্যাপ্টেন, তিনজন প্রথম শ্রেণির সার্জেন্ট এবং দুজন স্টাফ সার্জেন্ট রয়েছেন। তাদের মধ্যে চারজন কমান্ডো ও একজন ইঞ্জিনিয়ার ইউনিটের সেনা রয়েছেন।
এমআর//