আর্কাইভ থেকে জাতীয়

লম্বা ছুটিতে ঢাকা ছেড়েছে ঘরমুখো মানুষ

লম্বা ছুটিতে ঢাকা ছেড়েছে ঘরমুখো মানুষ

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবি মিলিয়ে লম্বা ছুটি। বৃহস্পতিবার ছুটি পেলেই মিলছে টানা পাঁচ দিনের ছুটি। এর মধ্যেই শহর ছেড়ে ঘরমুখো মানুষ। 

আজ বুধবার (৫ অক্টোবর) শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে এদিন।

আজ সরকারি ছুটি থাকায় ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে রাজধানীতে নেই গাড়ির চাপ। নগরবাসীর ছুটি থাকায় গণপরিবহন শ্রমিকরাও চলে গেছেন ছুটিতে। স্বাভাবিকভাবেই ঢাকায় ট্রাফিক পুলিশ সদস্যরা অন্যান্য দিনের তুলনায় অনেকটা স্বস্তিতে রয়েছেন। যেসব গণপরিবহন চলছে, সেগুলোতে অর্ধেকের বেশি আসন ফাঁকা দেখা গেছে।

তবে বৃহস্পতিবার (৬ অক্টোবর) কোনো ছুটি নেই। তবুও অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঢাকার বাইরে বেড়াতে চলে গেছেন। কারণ, পরের দুইদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবির ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে দেশ।

আর এ সুযোগ কাজে লাগাতে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে ঢাকা ছেড়েছেন অনেক মানুষ। এ জন্য রাজধানীর বাসস্টেশন, রেলস্টেশন, লঞ্চঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো।

আসাদ ভূঁইয়া

এ সম্পর্কিত আরও পড়ুন লম্বা | ছুটিতে | ঢাকা | ছেড়েছে | ঘরমুখো | মানুষ