বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গাপূজায় ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এ বিষয়ে আজই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মাহফুজ আলম জানান, পূর্বনির্ধারিত ১৩ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে এবার বৃহস্পতিবারও যুক্ত হচ্ছে ছুটির দিন হিসেবে। অর্থাৎ, সরকারি চাকরিজীবীরা এবার পাচ্ছেন মোট চার দিনের ছুটি – ১১, ১২, ১৩ ও ১৪ অক্টোবর।
মাহফুজ আলম আরও জানান, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সব সময় সজাগ আছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।
সরকারি ছুটির তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায়, এবার সনাতন ধর্মাবলম্বী জনগণ আরও নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারবেন।।
জেডএস/