ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিভারপুল ও ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকে। তার মানে অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিল আলিসকে তো পাবেই না। নভেম্বরের উইন্ডোতেও তাঁকে পাবে না পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর দুই ফিফা উইন্ডোর মাঝে লিভারপুল পাবে না ৩২ বছর বয়সী এই গোলকিপারকে। ইংলিশ ক্লাবটি আজ বুধবার নিশ্চিত করেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা আলিসনকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ঠিকঠাকমতো সুস্থ হয়ে উঠলে ব্রাজিল গোলকিপারকে পাওয়া যাবে নভেম্বরের শেষ সপ্তাহে।
আলিসন চোট পেয়েছেন শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে লিভারপুলের ১–০ গোলের জয়ের ম্যাচে। সে দিন ম্যাচের ৭৯ মিনিটে তাঁকে তুলে নিয়ে ভিতেস্লাভ জারোসকে নামানো হয়।