ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভিডিও তৈরির একটি নতুন টুল নিয়ে এসেছে। এই টুলের নাম ‘মুভি জেন’। মেটার এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, এখন থেকে শুধুমাত্র লিখিত প্রম্পটের সাহায্যে সহজেই শব্দসহ ভিডিও তৈরি করা যাবে এই টুল দিয়ে।
এই টুলটি ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট দৃশ্য বা ঘটনার বর্ণনা লিখে দিলেই, মুভি জেন সেই বর্ণনার সাথে সামঞ্জস্য রেখে ভিডিও তৈরি করবে। এতে সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যেকোনো ভিডিও সম্পাদনার সুযোগ থাকবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৬ সেকেন্ডের ভিডিও এবং ৪৫ সেকেন্ডের অডিও ক্লিপ তৈরি করা যাবে। এর ফলে, ব্যবহারকারীরা সহজেই রিলস বা ছোট বিজ্ঞাপন তৈরি করে অনলাইনে প্রকাশ করতে পারবেন।
মেটা জানিয়েছে, মুভি জেন ভবিষ্যতে রানওয়ে, ওপেনএআই, ইলেভেনল্যাবস এবং ক্লিং-এর মতো অন্যান্য এআই টুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এআই ব্যবহার করে ভুয়া দৃশ্য তৈরি করে গুজব ছড়ানোর শঙ্কা থাকায় টুলটি এখনই সবার জন্য উন্মুক্ত করা হয়নি। বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করে আগামী বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে এটি উন্মুক্ত করা হবে।
জেডএস/