দেশজুড়ে

জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যূ

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় করলা খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা দু’জন সম্পর্কে বেয়াই।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় উপজেলার পদুমহার গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামের জবান আলীর ছেলে মো. রাজা মিয়া (৪৫) ও ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মো. শাহজাহান আলী। তারা দু’জন সম্পর্কে বেয়াই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার শাহজাহান আলী বেয়াই রাজা মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বিকেলের দিকে দুই বেয়াই মিলে গ্রামের পাশে করলা ক্ষেতে কাজ করতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে ক্ষেতের পাশে সেচ পাম্পের টিনের ছাউনি ঘরে আশ্রয় নেন। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে আমাদের মনে হয়েছে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বজ্রপাত