জাতীয়

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের ৩ ধাপ অবনতি হয়েছে। এ বছর ১২৭টি দেশের মধ্যে  ১৯ দশমিক ৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮৪ তম। ক্ষুধার মাত্রা মধ্যম পর্যায়ে রয়েছে বাংলাদেশ গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৮১ তম, স্কোর ছিল ১৯।

শুক্রবার (১১ অক্টোবর) এই সূচক প্রকাশ করেছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স।

সূচক বলছে, ক্ষুধার মাত্রা উচ্চমাত্রায় থাকলেও বাংলাদেশ ক্ষুধা নিরসনে ভালো করছে। তবে এখনও ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। আর ২ দশমিক  ৯ শতাংশ শিশু তার পঞ্চম জন্মদিনের আগেই মৃত্যুবরণ করেঅপুষ্টির কারণে ২৩ দশমিক  ৬ শতাংশ পাঁচ বছরের কম বয়সী শিশুর বয়স অনুপাতে উচ্চতা বাড়ছেনা আর ১১ শতাংশ ৫ বছরের কমবয়সী শিশুর উচ্চতা অনুযায়ী ওজন বাড়ছে না বলেও উল্লেখ করা হয় সূচকে।

 

হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী,  দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ৫৬তম। নেপালের অবস্থান ৬৮ তম। এরপরেই রয়েছে বাংলাদেশ। ভারতের অবস্থান ১০৫ আর পাকিস্তানের অবস্থান ১০৯ তম।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ক্ষুধা সূচক