জাতীয়

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

২০২৫ সালের পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখার মাধ্যমে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। সেখান থেকেই শুরু হয় তিন দিনব্যাপী এই আয়োজন।

প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। স্বৈরাচার সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল। তবে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে পুলিশকে উজ্জীবিত করতে। পুলিশের কাজের সহায়ক পরিস্থিতি যাতে তৈরি হয়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। 

তিনি আরও বলেন, আমরা একটা যুদ্ধাবস্থায় আছি। অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি নিয়ে চেষ্টা করছে। একে প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকতে হবে।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন,  ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

প্রথম দিনেই ৬২ জন সাহসী ও দক্ষ পুলিশ সদস্যকে সম্মাননা পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা।

এ বছরের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য "আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিসহ মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং নানা পদবির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশ সপ্তাহ | প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস