আন্তর্জাতিক

আপত্তি সত্ত্বেও চুক্তি বাতিল হচ্ছে না আদানি সঙ্গে

বিদ্যুতের দাম নিয়ে আপত্তি সত্ত্বেও ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি পাওয়ারের সাথে বাতিল হচ্ছে না বিদ্যুৎ চুক্তি।  দেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ এবং আইনি জটিলতার কারণে প্রতিষ্ঠানটির কাছ থেকে বিদ্যুৎ কেনা অব্যাহত রাখবে বাংলাদেশ। 

শুক্রবার (১১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫ বছরের জন্য বিদ্যুৎ কিনতে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ। 

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের করা চুক্তিগুলো যাচাই-বাছাই করার জন্য কমিটি গঠন করা হয়।   বিদ্যুৎ কেনার ক্ষেত্রে মূল্য-সংক্রান্ত উদ্বেগের কারণে এই চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে।  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আপত্তি | আদানি | চুক্তি