ফুটবল

আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি: মেসি

চোট কাটিয়ে আর্জেন্টিনার জার্সিতে মাঠে ফিরে জয় তুলতে পারেননি।  দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় শুরু হওয়া কথা ছিলো আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি কিন্তু ভেনেজুয়েলার মাতুরিন মনুমেন্তালে ভারী বর্ষণের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয়।

তবে মাঠ খেলার পুরোপুরি উপযোগী করে তোলা যায়নি। পানি জমেছিল মাঠের বেশ কিছু জায়গায়।  বারবার বল থেমে যাওয়ায় খেলায় স্বাভাবিক ফুটবল খেলা যায়নি।  

মাঠের বেহাল দশা নিয়ে ম্যাচশেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছেন, 'খুবই কঠিন ছিল খেলা। এমন অবস্থায় ম্যাচগুলো কুৎসিত হয়ে পড়ে। টানা দুটি পাসও আমরা খেলতে পারিনি। মাঠে পানির জন্য বল বারবার থেমে যাচ্ছিল।

আর্জেন্টাইন মহাতারকা আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে ডান প্রান্ত থেকে কিছুটা খেলতে পেরেছি আমরা। তবে এভাবে খেলা ভীষণ কঠিন। এই অবস্থায় আসলে খেলা যায় না। মাঠে কোনো সহায়তা পাওয়া যায়নি। ফুটবল কমই হয়েছে এখানে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মেসি | পাস