আন্তর্জাতিক

ইসরাইলে এক ঘণ্টায় ১০০ রকেট নিক্ষেপ করলো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ফাইল

লেবানন থেকে এক ঘণ্টায় ইসরাইলে একশো রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আল জাজিজার দেয়া তথ্যমতে, শুক্রবার (১১ অক্টোবর) ইসরাইলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে প্রথম ধাপে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যাদের মধ্যে কয়েকটি ঠেকিয়ে দেয়া হয়। তবে বেশ কয়েকটি মাটিতে পড়া রকেট শনাক্ত করা হয়েছে। কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত হেনেছে।

দ্বিতীয় ধাপে আরও ২০টি রকেট ছোড়া হয়েছে। ইসরাইলি বাহিনীর দাবি, এরমধ্যে কিছু রকেট প্রতিহত করেছে তারা। উত্তর ইসরাইলি চালানো এই হামলায় কোনো হতাহতের ঘটনা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে জানায়, গত এক ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর দাবি, ইসরাইলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এ ছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। 

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলে | এক | ঘণ্টায় | ১০০ | রকেট | নিক্ষেপ | করলো | হিজবুল্লাহ |