জাতীয়

নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে দশমীতে : আইজিপি

বায়ান্ন প্রতিবেদন

রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি মো. ময়নুল ইসলাম ছবি: সংগৃহীত

বিজয়া দশমীতে বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দুর্গা পূজার বিসর্জনের রুট, ঘাট ও মণ্ডপে স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল, তা বাস্তবে নেই। শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা।

ময়নুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, তার বিভিন্ন তথ্যই গুজব ছিল।

এ সময় তিনি জানান, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত অপরাধী যেই হোক, আইনের আওতায় আসতে হবে। ছিনতাই, মাদক, চাদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুজার পর শুরু হবে সাঁড়াশি অভিযান। কোনো অপতৎপরতা, সন্ত্রাসী, চাঁদাবাজির তথ্য জানা থাকলে, পুলিশকে জানানোর আহ্বান করেছেন ময়নুল ইসলাম। বলেন, পরিচয় গোপন রেখেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সারাদেশে আইনশৃংখলা বাহিনী মোতায়েন আছে। ছোট-খাটো ঘটনা ঘটেছে। যত ছোটই হোক, নিষ্পত্তির বব্যবস্থা করছি। কোনো ঘটনাকেই তুচ্ছভাবে নিচ্ছি না।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন দশমী | নিরাপত্তা