বিএনপি

‘সমাজের ঢাল’ গঠন করতে বাংলাদেশের মানুষ সক্ষম: তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

নিজের সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশের সবাই মিলে একটি 'সমাজের ঢাল' গঠন করতে সক্ষম।

শনিবার (১২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেয়া বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, প্রতিটি বাংলাদেশি নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা ভোগ করার অধিকার থাকা উচিত, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের দেশ সব বাংলাদেশিদের এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা সবাই মিলে একটি 'সমাজের ঢাল' গঠন করতে সক্ষম, যেখানে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের পরিচয় বা পটভূমি যাই হোক না কেন।

তিনি আরও বলেন, এই শুভ দুর্গাপূজা উদযাপনে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব যেন প্রতিটি ঘরে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি বয়ে আনে এবং সব সম্প্রদায়ের মধ্যে মিল ও ঐক্যকে আরও সুদৃঢ় হয়ে উঠে।

এ সম্পর্কিত আরও পড়ুন তারেক রহমান | দুর্গাপূজা