আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে, জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সম্ভাব্য সময় জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনঙ্কি। তিনি আশা প্রকাশ করেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী বছর শেষ হবে।

বার্তা সংস্থা এএফপি শুক্রবার (১১ অক্টোবর) জানায়,  টেকসই সামরিক সহায়তার জন্য বার্লিন সফরকালে জেলেনঙ্কি এই আশাবাদ ব্যক্ত করেন।

জেলেনস্কি জানান, ২০২৫ সালের মধ্যে আমি যুদ্ধের শেষ দেখতে চাই। তবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আগামী বছরও চলমান সহায়তা কমবে না।

এএফপির প্রতিবেদন জানায়, জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর সমর্থন আদায়ে দুই দিনের ঝটিকা সফর করেছেন। এর আগে তিনি লন্ডন, প্যারিস এবং রোম সফর করেন। এরপর বার্লিন সফরকালে টেকসই সামরিক সহায়তা আশা করেছেন।   

সফর চলাকালীন তিনি উল্লেখ করেন, আগামী মাসে (নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইউক্রেনের প্রতি সমর্থন কমে যাবে। এই আশঙ্কায় জেলেনস্কি তার ইউরোপীয় মিত্রদের কাছ থেকে নতুন করে সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়া | ইউক্রেন | ভলোদিমির জেলেনস্কি