আমেরিকায় থাকা অভিবাসীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ হওয়া নতুন কিছু নয়। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প সম্প্রতি অভিবাসী অপরাধীদের নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আমেরিকার নাগরিকদের হত্যাকারী অভিবাসীদের মৃত্যুদণ্ড দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স এর তথ্যমতে, শুক্রবার (১১ অক্টোবর) কলোরাডো অঙ্গরাজ্যের অরোরায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একটা বড় অংশজুড়ে থাকে অভিবাসনবিরোধী অবস্থান। অরোয়ায় দেয়া বক্তব্যে ট্রাম্প নিজের অবস্থান পরিস্কার করে জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে অভিবাসী অপরাধী চক্র ধরার জন্য ‘অপারেশন অরোরা’ নামে অভিযান শুরু করবেন।
অরোরায় অনুষ্ঠিত জনসভায় ট্রাম্প বলেন, ‘আমি একজন আমেরিকান নাগরিক অথবা আইন প্রয়োগকারী কোনো কর্মকর্তার হত্যাকারী যেকোনো অভিবাসীর জন্য মৃত্যুদণ্ডের আহ্বান জানাচ্ছি।’
রিপাবলিকান পার্টির পক্ষ থেকে আগামী ৫ নভেম্বর নির্বাচনে অংশ নেবেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
এম এইচ//