বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের একটি বড় অংশের শেয়ার বিক্রি করতে যাচ্ছেন মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে। সম্প্রতি, এমনই গুঞ্জন উঠে আসার কারণ হলো, করণ ও মুকেশের এক গোপন বৈঠক। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করেননি, তবে ধারনা করা হচ্ছে, লোকসানের কারণে করণ এই সিদ্ধান্ত নিচ্ছেন।
এদিকে, করণ সামাজিক মাধ্যমে তার আসন্ন ছবি ‘জিগরা’র তারকাখচিত প্রিমিয়ার বাতিলের জন্য ক্ষমা চেয়েছেন। বলিউডে কানাকানি ধর্মা প্রোডাকশন বর্তমানে আর্থিক ক্ষতির মুখে। এমন কি, বক্সঅফিসেও ‘জিগরা’ তেমন সাড়া ফেলতে পারেনি, যদিও আলিয়া ভাটের অ্যাকশন প্যাকড অভিনয় প্রশংসিত হয়েছে।
এছাড়াও, করণের প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্তকে লোকসান কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে তার প্রযোজনা সংস্থার শেয়ার বিক্রির গুঞ্জন এই ধারণাকে আরও জোরদার করেছে।
অবশ্য এ বিষয়ে করণ কিংবা মুকেশ আম্বানি কেউই আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে, এই ধরনের চুক্তি বাস্তবায়িত হলে বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।
জেডএস/