আইন-বিচার

দুই দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মাহবুবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সাবেক কৃষিমন্ত্রীকে আদালতে হাজির করে, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অপরদিকে, আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেনউভয় পক্ষের শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত দেন

শুনানির সময় আব্দুর রাজ্জাক নিজেকে নিরপরাধ দাবি করে বলেন, যে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে। এসময়ে আদালতের কাছে  নিজেকে অসুস্থ বলে দাবি করেন তিনি।

জানা যায়, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের এক নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের নামে নিউমার্কেট থানায় হত্যা মামলা করা হয়।

 

নিহত ব্যবসায়ীর ভাগনি জামাই আব্দুর রহমান বাদী হয়ে ২১ আগস্ট এ মামলা করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আব্দুর রাজ্জাক