আইন-বিচার

হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন

১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার থেকে এসব বেঞ্চে  চলবে বিচারকাজ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পুনর্গঠিত বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা যায়, দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট খুলছে। ওইদিন থেকেই হাইকোর্টের ৫৪টি বেঞ্চে পুরোদমে বিচারকাজ শুরু হবে।

এর আগে গেলো ১৬ অক্টোবর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় উচ্চ আদালতের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

 

ছুটিতে যাওয়া ১২ বিচারপতির মধ্যে রয়েছেন- নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, মো. আতাউর রহমান খান, খিজির হায়াত, শাহেদ নূর উদ্দিন, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বেঞ্চ | হাইকোর্ট