খেলাধুলা

কোচ ও পরিচালক হিসেবে দিল্লিতে বাদানি ও ভেনুগোপাল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক ভারতীয় ব্যাটার হেমাঙ বাদানি। তিনি আইপিএল ২০২৫ এ দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করবেন। এছাড়াও ক্রিকেট পরিচালক হিসেবে সাবেক ভারতীয় ব্যাটার ভেনুগোপাল রাওকে যুক্ত করতে যাচ্ছে দিল্লি।

দিল্লির হয়ে সাত আসর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন রিকি পন্টিং। পন্টিংয়ের জায়গাই নিচ্ছেন বাদানি। অন্যদিকে ভেনুগোপালকে দেখা যাবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জায়গায়।

দিল্লির মালিকানার সঙ্গে জড়িত ব্যক্তিরা এই দুইটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ঘরোয়া টি-টোয়েন্টিতে বেশ সফল বাদানি। তিনি ভারতের হয়ে ৪ টি টেস্ট ও ৪০ টি ওডিআই ম্যাচ খেলেছেন। তামিল নাড়ুর সাবেক এই অধিনায়ক চেন্নাই সুপার কিংসের স্কোয়াডের অংশ ছিলেন অল্প সময়।

বাদানি চীপক সুপার গিলিসের প্রধান কোচ ছিলেন। যারা ৩টি টিএনপিএল টাইটেল জিতেছে। তরুণ খেলোয়াড়দের সাফল্যে বাদানি বড় ভূমিকা রেখেছেন সবসময়।

ভেনুগোপাল ভারতের হয়ে ১৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন, ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত।

বাদানি ও ভেনুগোপাল দুজনেই আইএল টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেটে একসঙ্গে কাজ করেছেন।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন কোচ | ও | পরিচালক | হিসেবে | দিল্লিতে | বাদানি | ও | ভেনুগোপাল