চাকরি জাতীয়করণের দাবি নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি করছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের অঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েক’শো আউটসোর্সিং কর্মচারী শাহবাগে জড়ো হন। তাদের অবস্থানের পর আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পথে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
‘আউটসোর্সিং বৈষম্যবিরোধী আন্দোলন’ এই নামে একটি ব্যানার নিয়ে আন্দোলন করতে দেখা যায় কর্মীদের। সরকারি বিভিন্ন দফতরের আউটসোর্সিং প্রথা বাতিল চান তারা। পাশাপাশি নিজ নিজ কর্মস্থলে চাকরি স্থায়ী করার প্রয়োজন মনে করছেন এই আন্দোলনকারীরা।
এম এইচ//