আইন-বিচার

৯৪ নম্বর আসামি করায় অপমানিত বোধ করছি : জেড আই খান পান্না

ফাইল ছবি

আমি একইসঙ্গে আনন্দিত এবং দুঃখিত, কিছুটা হতাশও। আমাকে একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে কিন্তু ১ নম্বর না করে ৯৪ নম্বর আসামি করা হয়েছে। এতে অপমানিত বোধ করছেন বলে মন্তব্য করেছেন, বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না

(২০ অক্টোবর) গণমাধ্যমকে এসব কথা বলেন মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্না

তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও হত্যাটা করতে পারলেন না, সেটা মিস হয়ে গেল! এটা তো দুঃখজনক।

প্রবীণ এই আইনজীবী বলেন,মামলায় বলা হয়েছে তিনি নাকি ১৯ জুলাই হত্যাচেষ্টা করেছেনকিন্তু তখন তো তিনি কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের সঙ্গে, তারাও ছিলো তার সঙ্গে। আইন প্রাঙ্গণে তিনি তখন ছাত্রদের জন্যে আইনি লড়াই লড়ছিলেন। কিন্তু সে সময় কিভাবে  মেরাদিয়া নামক জায়গায় গিয়ে তিনি হত্যাচেষ্টা করেছেন সেটিই তিনি বুঝছেন না।

কি কারণে এই মামলা এমন প্রসঙ্গে তিনি বলেন, এটা বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার কারণে হত্যা মামলার আসামি করা হতে পারে। নাহলে কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা নেই। এখন আইনি সমাধানেই যাবেন

এদিকে বিকেলে এ মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন এ বীর মুক্তিযোদ্ধা। এবিষয়ে আগামীকাল শুনানি হবে বলে জানা গেছে।

 

প্রসঙ্গত, জেড আই পান্না সহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আন্দোলনে আহত আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

আই/এ