ফুটবল

আরেকটি বিশ্বকাপ জয়ের সুযোগ মেসির

বার্সেলোনায় থাকাকালীন তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি।  এবার আর্জেন্টাইন তারকার সামনে সুযোগ আরেকটি বিশ্বকাপ জয়ের।  আগামী বছর বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি।

রোববার (২০ অক্টোবর) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ ঘোষণা দিয়েছেন।

এদিন নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মেসির হ্যাটট্রিকে ৬-২ গোলে জয় পায় ইন্টার মায়ামি। গোল উৎসবের দিনে মেজর লিগ সকারের (এমএলএস) এক মৌসুমে প্লে-অফ পর্বের আগে গড়েছে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড।  

৩২ দল নিয়ে আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রেই হবে ক্লাব বিশ্বকাপ। সেই আসরের উদ্বোধনী ম্যাচ মায়ামির শহরেরই আরেক মাঠ হার্ড রক স্টেডিয়ামে হবে। ফাইনাল হবে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।

গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনাল হয়েছিল হার্ড রক স্টেডিয়ামেই।  সেই ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা ধরে রাখে মেসির আর্জেন্টিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন বার্সেলোনা | মেসি | বিশ্বকাপ