বাংলাদেশ

ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, নতুন আক্রান্ত ১০৩৯ জন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩৯ জন।

রোববার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  আক্রান্ত ১০৩৯ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৩৯২ জন।  এছাড়া ঢাকা বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

এছাড়াও, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫০ হাজার ৯১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ২৫০ জন। 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গু