যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে আগাম ভোট। সবশেষ খবর অনুযায়ী, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের মধ্যে তুমুল লড়াই চলছে।
মঙ্গলবার উইসকনসিন অঙ্গরাজ্যে চলছে এই আগাম ভোট। গতকাল সোমবার ফ্লোরিডায় আগাম ভোট শুরু হয়। আর গত সপ্তাহে জর্জিয়ায় শুরু হয় আগাম ভোট।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে শুধু আলাবামা, মিসিসিপি ও নিউ হ্যাম্পশায়ারে আগাম ভোট হয় না।
আগাম ভোট গ্রহণ মূলত নির্বাচনের দুই সপ্তাহ আগে শুরু হয়। চলে ৩ নভেম্বর পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে। তবে অনেক ভোটার সময় স্বল্পতা ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ওই দিন ভোট দিতে পারে না। ফলে তাদের জন্য এই আগাম ভোট।
এনএস/