খেলাধুলা

এল ক্লাসিকোর আগে মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৫-২ গোলে বিজয়ী মাদ্রিদ দলের জন্য আছে কিছু দুঃসংবাদ। চোটের কারণে দলের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও রদ্রিগোকে মিস করতে পারে রিয়াল মাদ্রিদ। এর মানে দাঁড়াচ্ছে, সেই মিস করার ক্ষেত্র তৈরি হবে সামনে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচে।

বরুশিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রদ্রিগোকে। এদিকে বাঁ পায়ের পেশিতে চোটের কারণে গোলরক্ষক কোর্তোয়াকে হয়তো পাওয়া হবে না মাদ্রিদের। ম্যাচের ৮৩তম মিনিটে পায়ে ব্যথা অনুভব করেন রদ্রিগো। সেসময় লুকাস ভাজকেসের গোলে এগিয়ে গেছে দল। তবে ব্যথার কারণে তখন ডাগআউটের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে।

বার্সেলোনার বিপক্ষে রদ্রিগোর না থাকা মোটামুটি নিশ্চিত বলা যায়। আরও নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এমআরআই স্ক্যান করানো হলে।

কুঁচকিতে চোট পাওয়ার কারণেই কোর্তোয়া ভুগছেন। কিছু গণমাধ্যম বলছে, তিনি দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। সামনের একাধিক ম্যাচে এই গোলরক্ষককে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

লা লিগায় বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সমান ১০ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ২৭, মাদ্রিদের ২৪।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াল মাদ্রিদ | রদ্রিগো | থিবো কোর্তোয়া