বাংলাদেশ

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'দানা'

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ফাইল

বঙ্গোপসাগরে পূর্ব-মধ্য ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া ‘দানা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভারী বা অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় ঘূর্ণিঝড় দানা বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতি প্রবল রয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় দানার বর্তমান অবস্থা বলছে, এটি আজ রাতে বা আগামীকাল ভোরে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমে জানিয়েছেন, দানার প্রভাবে উপকূল অঞ্চলে ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমেই বেড়ে চলেছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন দানা