দেশজুড়ে

চাঁদপুর থেকে সব রুটে নৌ চলাচল স্বাভাবিক

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে বন্ধ থাকার পর চাঁদপুর থেকে সব রুটে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে চাঁদপুরের অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল শুরু হয়। চাঁদপুরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বিআইডব্লিউটিএ(বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ)  উপপরিচালক বশির আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বশির আলী জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রতিকূল আবহাওয়ার কারণে দুপুরে চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। চাঁদপুর নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো লঞ্চ চলাচল শুরু হয়।

জেডএস/