বাংলাদেশ

রাজধানীতে হিযবুত তাহরীর দুই সদস্য গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: প্রতীকী

রাজধানী থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ২ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তার দুই সদস্যের নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান গণমাধ্যমে জানান, হিযবুত তাহরীরের দুই সদস্যকে তুরাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৪ অক্টোবর হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে সিটিটিসি।

২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় হিযবুত তাহরীকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | হিযবুত | তাহরীর | দুই | সদস্য | গ্রেপ্তার