অপরাধ

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে আটক ২২

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের আটকের বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।  এর আগে শুক্রবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখায় ৫৫ জন অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ৫৫টি পদের বিপরীতে ১১ হাজার ৩৪১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়।

তিনি জানান, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫ জন অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জনকে ২৬ অক্টোবর শনিবার সকাল থেকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এ পরীক্ষা চলাকালে তাদের মধ্যে অসংগতি দেখা গেলে, লিখিত পরীক্ষার খাতার সাথে তাদের হাতের লেখা মেলানো হয়। বিভিন্নভাবে প্রক্সি পরীক্ষা দেয়ায় ২২ জন পরীক্ষার্থীকে সনাক্ত করে, আটক করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পরে রাতে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, আটক ২২ জন প্রক্সি পরীক্ষার্থীর বিরুদ্ধে জেলা প্রশাসনের রাজস্ব শাখার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন পরীক্ষায় | প্রক্সি