রাষ্ট্রপতির অপসারণসহ তিন বিষয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে। গণঅধিকার পরিষদ এ বিষয় একমত হয়েছে বলে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সংবিধান বাতিল করে নতুনভাবে লেখার জন্য প্রোক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণা, রাষ্ট্রপতির অপসারণ এবং গত তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে। গণঅধিকার পরিষদ এ বিষয় একমত হয়েছে।
বৈঠক শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বর্তমান রাষ্ট্রপতির থেকে শপথ নেয়া অন্তর্বর্তী সরকারের বড় ভুল। একইসঙ্গে এটি সরকারের দুর্বলতা বলেও মন্তব্য করেন তিনি।
এ অবস্থায় চলমান নানা সংকট থেকে মুক্তি পেতে জাতীয় সরকার গঠনের বিকল্প নেই বলেও জানান তিনি।
সাবেক এ ছাত্র নেতা আরও বলেন, প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান থাকবে রাষ্ট্রপতি ইস্যুতে সব দলের সঙ্গে সংলাপ করার। রাজনৈতিক দলের বাইরে নাগরিক সমাজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতামত নেয়ারও প্রয়োজন আছে। দলগুল ঐকমত্যে না এলে রাষ্ট্রপতিকে অপসারণ কঠিন হয় পড়বে।
আই/এ