অপরাধ

শাহজালাল বিমানবন্দর থেকে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আট কোটি টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে স্বর্ণের বারগুলো জব্দ করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মো. মিজানুর রহমান।

তিনি জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৫ টায় ঢাকায় অবতরণ করে। স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পর সব যাত্রী নেমে গেলে বিমানের ভেতরে তল্লাশি চালানো হয়।

ওই সময় বিমানের দুটি সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের ওপর কালো রঙের স্কচটেপে মোড়ানো দুটি বান্ডিল পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো গ্রিন চ্যানেলে আনা হয় এবং এয়ারপোর্টে কর্তব্যরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বান্ডিলগুলো খুলে ৬ কেজি ৯৬ গ্রাম ওজনের ৬০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। প্রতি পিস স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম।

বিমানবন্দর কাস্টমস জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে জব্দ করা স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন স্বর্ণ