আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায়, পশ্চিমাঞ্চলীয় প্রদেশের সিডুয়া এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে।

শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র ভিজথা হেরাথ জানিয়েছেন, দেশটির সরকার ভিসার মেয়াদ শেষ হবার পরও অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এছাড়াও, কিছু বিদেশি ভিসার শর্ত ভেঙে শ্রীলঙ্কায় অতিরিক্ত সময় অবস্থান করছে বা শর্ত লঙ্ঘন করে এমন কার্যকলাপে যুক্ত বিদেশিদের শনাক্ত করে আইনি পদক্ষেপ নিচ্ছে।

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কা | বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার