ক্যাম্পাস

অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লো শিক্ষার্থীরা

সাত কলেজ সংষ্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে সাইন্সল্যাব অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। আগামী রোববার (৩ নভেম্বর) সাইন্স ল্যাব মোড় ব্লকেড ও অনশন কর্মসূচি পালন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩০ আক্টোবর) বিকেল ৫টায় সাইন্সল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী আজম খান।

তিনি জানান,  শনিবার (২ নভেম্বর) পর্যন্ত তিনদিন কর্মসূচি স্থগিত থাকবে। এসময়ে প্রতিটি কলেজে বিভাগভিত্তিক অনলাইন আলোচনা সভা করবেন সাত কলেজের শিক্ষার্থীরা।

 এসময় আর এক শিক্ষার্থী আব্দুর রহমান জানান, বৈষম্য দূর করে সাত কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একমাত্র সমাধান। শিক্ষার্থীরা আমলাতান্ত্রিক কমিটি প্রত্যাখ্যান করছেতাদের দাবি অনুযায়ী সরকার শিক্ষাবিদ, গবেষক, শিক্ষা প্রতিনিধির সম্বন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করবেন বলে তারা প্রত্যাশা করছেন

এর আগে দ্বিতীয় দিনের মতো আজ সকাল সাড়ে ১১টার দিকে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সাত কলেজ