নেপালকে হারিয়ে আবারও সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগের আসেরও একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশের মেয়েরা।
বুধবার নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। দলীয় আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে গোল করেন মনিকা।
তবে সেই লিড টিকে ছিলো কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে সমতায় ফেরে স্বাগতিক নেপাল। ১-১ সমতা থাকা ম্যাচের ৮২ মিনিটে বাঁ প্রান্তে থ্রো ইন থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। বলে পেয়ে দূর থেকেই নেন কোনাকুনি শট। নেপালের গোলরক্ষকের হাতে লাগালেও বল চলে যায় জালে।
শেষ পর্যন্ত আর কোন দল গোল না পেলে টানা দ্বিতীয়বার সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।