ইসরাইলের সামরিক স্থাপনায় কঠোর এবং অকল্পনীয় হামলা করতে ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলাহ আলী খামেনি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে ইসরাইলের এ সংবাদমাধ্যম জানায়, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান।
তবে তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তিনজন ইরানী কর্মকর্তার বরাত দিয়ে টাইমস বলেছে, ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা খামেনি গেল সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার নির্দেশ দিয়েছেন।
ইরানের সামরিক কর্মকর্তারা ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) একটি উচ্চপদস্থ সূত্রকে উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের একটি ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়া দেখা যাবে, যা ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে।
আই/এ