সংস্কার কমিশনের আওতায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটির সদস্যপদ লাভ করেছেন কণ্ঠশিল্পী তাহাসানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। মোট ৬ সদস্যের এই সার্চ কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জিন্নাতুন নেছার পাশাপাশি কমিটিতে আরও আছেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
জিন্নাতুন নেছা তাহমিদা বেগম কর্মজীবনের অংশ হিসেবে এক সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তবে তার ক্যারিয়ার বিতর্কমুক্ত ছিল না। ২০০২ সালে পিএসসির চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। ব্যাপক সমালোচনার পর ওই পরীক্ষা বাতিল করা হয়।
তাহসান সেই বিতর্কিত বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন বলে গুজব ছড়ানো হয়েছিল। তবে, এই কণ্ঠশিল্পী নিজেই এই গুজব উড়িয়ে দিয়ে বলেন, এসব ভুল তথ্য এবং অপপ্রচার।
জেডএস/