অন্যান্য

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়নে পদত্যাগ করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর দর্শনা এলাকায় সংবাদ সম্মেলন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে শাফি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে রাজনীতিতে থেকে কাজ করা সম্ভব নয়। তাই ছাত্র-জনতার বিপ্লবকে এগিয়ে নিতে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে পদত্যাগ করছি।

তিনি বলেন, বিগত সময়ে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে অনেক মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। জুলাই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়েও ছাত্র-জনতার আন্দোলন চলাকালেও একটি মামলা হয়েছে আমার নামে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর অবস্থা বেশি ভালো না। তাই সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল থেকে সরে এসে নিরপেক্ষভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার কথা চিন্তা করছি।

উল্লেখ্য, শাফি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। 

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন পদত্যাগ | সাংগঠনিক সম্পাদক