বিএনপি

মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি,ভবিষ্যতেও করবে না

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিষ্কার করে বলতে চাই, আবারও ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।

রোববার (৩ নভেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণ সভায় তিনি এমন আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, সুনাম রক্ষা করা অন্তর্বর্তী সরকারের বড় কাজ। সবার কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিন। জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় যাবে বিএনপি।

তিনি বলেন, একজন উপদেষ্টা বলেছেন-রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন, এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। বিএনপি এমন বক্তব্যে হতাশ।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি দলের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২০ হাজারকে হত্যা করা হয়েছে। তাই বিএনপির ত্যাগ ছোট করে দেখার সুযোগ নেই। এ অবস্থায় নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগের তত ফিরে আসার সম্ভাবনা প্রবল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার শুধু বিএনপির সঙ্গে নয়, সব দলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ঢাকা শহরের সব সড়কের নামগুলো বিশিষ্ট মানুষের নামে করে দিয়েছিলেন সাদেক হোসেন খোকা।

 

প্রসঙ্গত,  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর  সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ফখরুল