বাংলাদেশ

ডিবি প্রধানের নাম ব্যবহার করে হুমকি-ধামকি: সতর্ক করলো ডিএমপি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে কখনো তার নিকটাত্মীয়, কখনো বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানারকম হুমকি-ধামকির অভিযোগ ওঠার পর সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত কোনো ব্যক্তি এ ধরনের ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন) অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, সম্প্রতি ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে বা কখনো তার নিকটাত্মীয়, বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে কতিপয় লোক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানারকম হুমকি-ধামকি ও অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত রয়েছেন মর্মে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

কোনো ব্যক্তি এ ধরনের ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন), ডিএমপিকে অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ডিবি প্রধান | হুমকি-ধামকি | অভিযোগ | ডিএমপি