ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান দেশটির উত্তর প্রদেশে আগ্রার কাছে বিধ্বস্ত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) পাঞ্জাবের আদমপুর থেকে আগ্রার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবদনে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণের সময় আইএএফ'র মিগ-২৯ বিমানটি সিস্টেমের ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় জীবন বা সম্পত্তির যেনো কোন ক্ষতি না হয় তা নিশ্চিত করতে বিমানটিকে কৌশলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন পাইলট। এরপর নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন তিনি।
দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য ভারতীয় বিমান বাহিনীকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
জেডএস/