খেলাধুলা

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সফর করবে জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজে এখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। নতুন ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) ঘোষণা করেছে আইসিসি। যেখানে এই তিন দলের বিপক্ষে তাদের ভেন্যুতে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা।

সোমবার (৪ নভেম্বর) চলতি মাস থেকে শুরু করে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত নারীদের ভবিষ্যৎ সফর সূচি প্রকাশ করেছে আইসিসি।

মোট সাড়ে ৪ বছরে বাংলাদেশ দল দেশ ও দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজে ৩৩ টি ওডিআই ও ৩৬ টি টি-টোয়েন্টি খেলবে। এছাড়াও পারস্পারিক সমঝোতার মাধ্যমে সিরিজ আয়োজনের সুযোগ থাকবে।

বাংলাদেশ নারী দল টেস্ট স্ট্যাটাস পেলেও ভবিষ্যৎ সফর সূচিতে কোনো টেস্ট ম্যাচ নেই। এখনো দেশে শুরু হয়নি মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট।

চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৩ টি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর করবে ২০২৬ সালের অক্টোবরে। অন্যদিকে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যাবে ২০২৭ সালের অক্টোবরে। এছাড়াও এই সূচির মধ্যে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান সফর করবে জ্যোতিরা। আর দেশের মাটিতে আরও বেশ কিছু সিরিজ খেলবে তারা।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ নারী দল | এফটিপি