আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে চলেছেন। বাকি আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম ফএক্সের এক প্রতিবেদন অনু্যায়ী  ট্রাম্প ইতোমধ্যে ২৭৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন, যা তাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

নিজের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ট্রাম্প, যেখানে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন এবং তার অনুভূতি প্রকাশ করেছেন। 

বিশ্বের বিভিন্ন নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে ঐতিহাসিক শ্রেষ্ঠ প্রত্যাবর্তন বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, ট্রাম্পের এই জয় আমেরিকার জন্য এক নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।

এদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন। 

এছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মারও ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং একে একটি ঐতিহাসিক রাজনৈতিক জয় হিসেবে অভিহিত করেছেন।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন