যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনান্ড ট্রাম্পের জয়ের পথ প্রশস্ত হতেই অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানানো হয়, এক্সের এক পোস্টে ট্রাম্পের সঙ্গে তার কিছু পুরনো ছবি পোস্ট করে মোদি লেখেন, 'চলুন একসঙ্গে কাজ করি!' ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিশ্ব শান্তি, স্থিতি বজায়ে মিলিত ভাবে কাজ করার কথাও বললেন ভারতের প্রধানমন্ত্রী।
এদিকে , যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে চলেছেন। বাকি আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম ফএক্সের এক প্রতিবেদন অনু্যায়ী ট্রাম্প ইতোমধ্যে ২৭৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন, যা তাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।
জেডএস/