দীপাবলির উৎসবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার কন্যা সন্তানের নাম প্রকাশ করলেন। "দুয়া পাড়ুকোন সিংহ"। এই নামেই দীপিকা তার মেয়েকে দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন যেখানে নেই বাবা রণবীরের নামের ছোয়া। নামটি এসেছে আরবি শব্দ "দোয়া" থেকে, যার অর্থ প্রার্থনা। দীপিকার মতে, "দুয়া আমাদের হৃদয়ের সব প্রার্থনার পূর্ণতা"—এভাবে মেয়েকে তাদের জীবনের আশীর্বাদ বলেই মনে করেন তারা।
মুম্বাইয়ে ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর সিংহের পরিবারে এসেছে এই নতুন অতিথি। সন্তানের জন্মের পর থেকেই রাণবীর সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের মেয়ের উপস্থিতি ঘিরে নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি কীভাবে ছোট্ট দুয়া তাদের দিনরাত ব্যস্ত রাখে। দীপিকার জীবনে মা হিসেবে নতুন এই যাত্রার কাহিনিও তারা শেয়ার করেছেন।
কিন্তু একটা প্রশ্ন ঘুরছে সবার মনে, মেয়ের নাম 'দুয়া পাড়ুকোন সিংহ'-এ মা ও মায়ের পরিবারের ছাপ স্পষ্ট হলেও, বাবার নামের কোনো আভাস নেই। সাধারণত, তারকাদের ক্ষেত্রে বাবামায়ের নাম মিলিয়ে সন্তানের নাম রাখা হয় ,যেমন বিরাট-অনুষ্কার মেয়ে 'ভামিকা,' রণবীর কাপুর-আলিয়ার মেয়ে 'রাহা,' শাহিদ-মীরার মেয়ে 'মিশা'। কিন্তু দীপিকা-রণবীর সেই প্রথা ভেঙেছেন। দীপিকার পরিবার থেকে মেয়ের নামের প্রথম অক্ষর নিয়েছেন—"দ" দীপিকার নামের প্রথম অক্ষর, 'উ' অভিনেত্রীর মা উজ্জ্বলার নামের অংশ, আর 'আ' বোন অনিশার থেকে এসেছে।
যদিও রণবীরের মায়ের নামও অঞ্জু, কিছু ভক্তের মতে শাশুড়ির নামের প্রভাব আছে। তবে বাবার নাম একেবারেই নেই এ নিয়ে নানা আলোচনা চলছে। তবে রণবীর বরাবরই স্ত্রী দীপিকাকে সম্মান করেছেন, এমনকি বিয়ের পর নিজেকে "রাণবীর পাড়ুকোন সিংহ" বলে পরিচয় দিতেন। অনেকেই মনে করছেন, এও তাদের ভালোবাসার এক রকমের প্রকাশ।
জেডএস/