আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে বাংলাদেশিরা জয়ী হলেন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার পাঁচ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন পদে বেসরকারীভবেয়ী  হয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়।

জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী শেখ এম রহমান এবং নাবিলা ইসলাম স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটে স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান। নিউ হ্যাম্পশায়ারে স্টেট রিপ্রেজেনটেটিভ হিসেবে ছয়বারের মতো নির্বাচিত হয়েছেন আবুল খান। এছাড়া নিউজার্সির প্লেইন্স বরো টাউনশিপ থেকে পঞ্চম মেয়াদে কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. নুরান নবী।

ড. নুরান নবী প্লেইন্স বরো টাউনশিপে সংস্কৃতি ও ঐতিহ্যের দায়িত্বে রয়েছেন এবং ২০০৭ সাল থেকে এ পদে আছেন। তাঁর নেতৃত্বে টাউনশিপে একজন মেয়র এবং আরও চারজন কাউন্সিলম্যান কাজ করছেন।

এবারের নির্বাচনে পেনসিলভানিয়া, মিশিগান ও নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যেও বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে তাদের ফলাফল এখনও আসেনি।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের এই জয় প্রমাণ করে, বাংলাদেশি আমেরিকানরা এখন মার্কিন রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই সফলতা তাদের জন্য যেমন বড় অর্জন, তেমনি বাংলাদেশি সম্প্রদায়ের গর্বের বিষয়।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন