লাইফস্টাইল

ঘন সুন্দর চুল পেতে যে তেল ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক

ছবি: সংগৃহীত

চুল পড়া, খুশকি, আর পাতলা চুলের সমস্যায় অনেকেই ভুগছেন। তবে, এসব সমস্যার সমাধান লুকিয়ে আছে একটি বিশেষ প্রাকৃতিক তেলে, যা সহজেই ঘরে তৈরি করা যায়। নিয়মিত ব্যবহারে এই তেল চুলকে ঘন, মজবুত, আর সুন্দর করে তোলে।

এই তেল তৈরি করতে যা যা লাগবে:

২০০ মিলিলিটার নারকেল তেল,৫০ মিলিলিটার ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল,২ টেবিল চামচ মেথি দানা,এক মুঠো কারিপাতা, ২ টেবিল চামচ আমলকি গুঁড়ো,৫-৬টি জবা ফুল,২ টেবিল চামচ ভৃঙ্গরাজ গুঁড়ো, এক মুঠো নিমপাতা, রোজমেরি অয়েল ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল (১০ ফোঁটা করে)

কীভাবে তৈরি করবেন:

১. প্রথমে নারকেল, ক্যাস্টর ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই তেলগুলো চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

২. মেথি দানা হালকা পিষে তেলে যোগ করুন। কারিপাতা ও নিমপাতা কুচিয়ে দিয়ে দিন। খুশকি ও সংক্রমণ প্রতিরোধে এই পাতা খুব কার্যকর।

৩. এরপর আমলকি ও ভৃঙ্গরাজ গুঁড়ো যোগ করুন। ভৃঙ্গরাজ চুলের বৃদ্ধিতে সহায়তা করে। শেষে জবা ফুল দিয়ে দিন, যা চুলের উজ্জ্বলতা বাড়ায়।

৪. এই সব উপকরণ মিশিয়ে কম আঁচে হালকা নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, আঁচ যেন বেশি না হয় এতে তেলের গুণ নষ্ট হয়ে যেতে পারে।

৫. তেল ঠান্ডা হলে কাচের বোতলে ভরে তাতে রোজমেরি ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রাকৃতিক তেল