আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। বেহাল দশায় পূর্ণ এই ম্যাচ শেষে এক দুঃসংবাদ পেতে হয়েছে টাইগার শিবিরে। দলের ব্যাটিংয়ে ভরসা রাখেন যে মুশফিকুর রহিম, তিনি আঙুলে চোট পেয়েছেন।
এর ফলে প্রথমে জানা যায়, সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে পারবেন না তিনি। শেষপর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই বাংলাদেশি ব্যাটার।
গতকাল (৬ নভেম্বর) বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে কিছু পরিবর্তন দেখা গেছে। মেহেদী হাসান মিরাজকে চার নম্বরে ব্যাট করতে দেখা গেছে। তবে মুশফিককে কেনো পাঁচ নম্বরেও দেখা যায়নি- তা নিয়ে দর্শকদের কিছুটা খটকা বোধহয় লেগেছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিবৃতিতে ফিজিও দেলওয়ার হোসেন জানান, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে, বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিকুর।‘
‘ম্যাচের পর এক্স-রে’তে জানা যায়, তার বাঁ হাতের ডিআইপি’তে ফ্র্যাকচার হয়েছে। তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে, যার ফলে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচে তিনি থাকছেন না। তার পরবর্তী আপডেট বাকি পরীক্ষা-নিরীক্ষা শেষে জানানো হবে।‘
এর আগে পাকিস্তান সফরে কাঁধের চোটে ভুগেছেন মুশফিক। ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে বিশেষ ব্যবস্থা নিয়েই খেলতে হয়েছে তার।
এম এইচ//