অর্থনীতি

রেকর্ড পরিমাণ আলু আমদানি,কমেছে দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে। হয়েছে,এর ফলে বাজারে আলুর দাম কমে গেছে। একদিন আগেও বন্দরে প্রকারভেদে আলু বিক্রি হয়েছে ৫৫ থেকে ৫৭ টাকা, যা বর্তমানে কমে ৫১ থেকে ৫৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ৭১টি ট্রাকে ১ হাজার ৮১৮ টন আলু আমদানি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম

জানা যায়, দেশে আলুর সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্থির হয়ে উঠে। এই পরিস্থিতিতে সরকার ৫ সেপ্টেম্বর আলু আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে এবং নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপর থেকে একাধিক আমদানিকারক হিলি দিয়ে আলু আমদানি শুরু করেন। প্রথম দিকে দুই-তিন ট্রাক আলু আসলেও পরবর্তীতে তা ১০ থেকে ২০ ট্রাকে পৌঁছায়। বর্তমানে বন্দর দিয়ে ডায়মন্ড এবং কাটিনাল এই দুই ধরনের আলু আমদানি হচ্ছে।

স্থলবন্দরে আলু কিনতে আসা আইয়ুব হোসেন বলেন,  হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায়  খুব সমস্যায় পড়ে গিয়েছিলেনমূলত যে পরিমাণ চাহিদা ছিল সেই মোতাবেক আমদানি হচ্ছিল না। কিন্তু আজ বন্দর দিয়ে প্রচুর আলু আমদানি হয়েছে। এতে কেজিতে চার টাকা করে কমেছে। এ কারণে কিনতে যেমন সুবিধা হচ্ছে তেমনি মোকামগুলোতে পাঠাতে সুবিধা হচ্ছে, পুঁজি কম লাগছে।

বন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার গত সেপ্টেম্বর মাসে আলু আমদানিতে শুল্ক কমিয়ে দেয়। কিন্তু  দাম না কমায় সে সময় বন্দর দিয়ে ভারত থেকে আমদানি সম্ভব হয়নি। বর্তমানে দেশের বাজারে দাম বাড়তি হওয়ায় ও ভালো চাহিদা থাকায় আমদানি শুরু হয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আলু