বিএনপি

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নেই : তারেক রহমান

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নেই। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তাদের প্রচেষ্টা চলমান। সফল হতে হলে জণগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালি উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন

তারেক রহমান বলেন, বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ সৈরাচার ফিরে আসতে না পারে। তাই প্রতিটি নাগরিকের সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সক্ষমতা থাকা জরুরি।

তিনি বলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির র‍্যালি কারও বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নয়। এটি নিজেদের স্বার্থ এবং ভোটাধিকার নিশ্চিতের মিছিল।

এর আগে বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির শোভাযাত্রা কার্যক্রম শুরু করে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। আর শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন তারেক রহমান